অভিনেত্রী ও মডেল রুনা খান নিয়মিতই নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। বয়স চল্লিশের ঘরে পৌঁছালেও তা তার পথচলায় কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। শুধু অভিনয়ে দক্ষতা নয়, সৌন্দর্যেও সময়ের সঙ্গে নিজেকে ধরে রেখেছেন তিনি।
রুনা খান মনে করেন, বয়স লুকানোর কিছু নয়, বরং তা উদযাপনের বিষয়। তবে অনেক সময় তার বয়সের প্রসঙ্গ টেনে অন্য তারকাদের সঙ্গে তুলনা করা হয়, বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। এই তুলনাকে তিনি ‘অপ্রয়োজনীয় আলোচনা’ বলে মনে করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা বলেন, ‘আমি আগেও বলেছি, জয়া আপা বাংলাদেশের অন্যতম সফল ও নিবেদিতপ্রাণ একজন অভিনয়শিল্পী। আমার দৃষ্টিতে তিনি সবচেয়ে বেশি অর্জন সম্পন্ন অভিনেত্রীদের একজন। সত্যি বলতে, কোনো শিল্পীর সঙ্গে তুলনা করাটাই ঠিক নয়।’
জয়া আহসান বা রুনা খান—চল্লিশের কোঠা পেরিয়ে গেলেও এখনও তারা দর্শকদের কাছে সমান আকর্ষণীয়। তবে এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এসব সমালোচনা খুব উপভোগ করেন বলে জানান রুনা। তিনি বলেন, ‘আমি কখনোই ভাবি না যে, আমার কাজ সবাই পছন্দ করবে। কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, আর সমালোচনা থেকেই কাজ আরও ভালো করার অনুপ্রেরণা পাই।’