ঘটনা শুরু হয়েছিলো টহল দিতে আসা পুলিশ ও আর্মির উপর সশস্ত্র হামলা থেকে। এলাকাবাসীর মতে সন্ত্রাসীদের ৫ জন নিহত হয়েছে এবং পুলিশের ১ জনের হাতে গুলি লাগছে। সেনাবাহিনী রাস করছে ফ্রন্ট এ।
মোহাম্মদপুরে কথিত কিশোর গ্যাং নাম করে পুলিশ বিটে হামলা চালায়। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
একজন দায়িত্বশীল আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানান, যৌথবাহিনী নিয়মিত টহল চালানোর সময় একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ করে তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।