যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন
ডোনাল্ড ট্রাম্পের ১০০ মিনিটের কংগ্রেস ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চীন জানিয়ে দিয়েছে যে, তারা আমেরিকার সঙ্গে ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত।
ফেন্টানিল ইস্যুতে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস এক টুইটবার্তায় জানায়, ‘যদি যুক্তরাষ্ট্র সত্যিই ফেন্টানিল সমস্যার সমাধান চায়, তবে সমান মর্যাদার ভিত্তিতে চীনের সঙ্গে আলোচনাই সঠিক পথ।’
দূতাবাস আরও জানায়, ‘যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয়—তা শুল্কযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধই হোক—তবে চীন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।’